×

সারাদেশ

ডুমুরিয়ায় লক্ষাধিক মানুষের ঝুঁকিপূর্ণ যাতায়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০২:০৪ পিএম

ডুমুরিয়ায় লক্ষাধিক মানুষের ঝুঁকিপূর্ণ যাতায়াত

লক্ষাধিক মানুষের যাতায়াতে একটি পুল

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সালতা নদী আকারে ছোট হলেও ভদ্রা নদীর শেষ মাথাটা খনন না হওয়ার ফলে সালতা নদীতে জোয়ারের খরস্রোতের মাত্রাটা সব সময় বেশি থাকে।

ডুমুরিয়ার থানা সংলগ্ন পুরনো পুলের মাথায়, নির্মিত পুলটি সব থেকে ব্যস্ততম। দক্ষিণ ডুমুরিয়ার লক্ষাধিক মানুষের যাতায়াত এই পুল দিয়ে। কিন্তু সাম্প্রতিক জরাজীর্ণ অবস্থায় পুলটি ভেঙে পড়ার উপক্রম।

পুলের দক্ষিণ মাথাটা অনেকাংশেই ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষের যাতায়াত চলছে। পুলের মধ্যের কাঠগুলো খুব দুর্বল হওয়াতে দু'দিন আগেই মাসুদ নামের এক ব্যক্তি কাঠ ভেঙ্গে নিচে পড়ে যেয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। বৃহৎ জন যাতায়াতের এই পুলটি যদি অতিসত্তর মেরামত করা না হয়,তাহলে যে কোনো সময় প্রাণহানির শঙ্কা রয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ‌বিভিগের উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ডুমুরিয়া উপজেলার সর্ব ‌স্তরের‌ মানুষ। বৃহৎ জনগণের স্বার্থে পুলটি মেরামতের আহ্বান জানিয়েছেন সকলেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App