×

আন্তর্জাতিক

করোনাকাল পৃথিবীর বাইরে কাটিয়ে ফিরলেন নভোচারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১২:৫০ পিএম

করোনাকাল পৃথিবীর বাইরে কাটিয়ে ফিরলেন নভোচারীরা

ছবি- ইন্টারনেট

সুস্থভাবে পৃথিবীতে ফিরলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তিন নভোচারী। দীর্ঘ ছয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়েছেন তারা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে কাজাখস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝেজকাজগান শহরে অবতরণ করেন তারা। নাসার এই তিন নভোচারী হলেন-ক্রিস ক্যাসিডি, রোসকসমস’ অ্যানাটলি আইভানিশিন ও আইভান ভ্যাগনার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, গত ৯ এপ্রিল মহাকাশযান সয়ুজ এমএস-১৬ তে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দেন এই তিন মহাকাশচারী। সেখানে ১৯৬ দিন কাটিয়ে আজ বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে আসেন তারা।

এপি বলছে, তিন নভোচারীর সঙ্গে মিলিত হওয়ার আগে পূর্ব সতর্কতার অংশ হিসেবে কোভিড টেস্ট করানো হয় উদ্ধার টিমের সদস্যদের। তবে করোনার কারণে মাস্ক পরিহিত উদ্ধারের টিমের সদস্যদের দেখে মহাকাশচারীরা একটু স্ফীত হেসে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App