বগুড়ার ধুনট উপজেলায় রনজন কুমার দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডে কমপক্ষে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মালোপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মালোপাড়া গ্রামের বিজয় চন্দ্র দাসের ছেলে রনজন কুমার দাস ধুনট শহরের মনোহরি ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরের দিকে তার
বাড়িতে রান্নার কাজ করছিলেন গৃহকর্মী। এ সময় রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অসাবধারণতা বসত আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ওই ব্যবসায়ীর ২টি বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কমপক্ষে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বাড়ির রান্না ঘরে
গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।