×

জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলায় রুহুল আমিন গাজী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৮:০৬ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় রুহুল আমিন গাজী গ্রেপ্তার

রুহুল আমিন গাজী

রাষ্ট্রদ্রোহ মামলায় রুহুল আমিন গাজী গ্রেপ্তার

রাষ্ট্র দ্রোহ মামলায় ওয়ারেন্ট থাকায় রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজের একাংশের সভাপতি, দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তাকে রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয় থেকে তুলে নিয়ে যায় হাতিরঝিল থানা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন। ডিসি ওয়ালিদ জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদোহিতার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে। দুই মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রুহুল আমিন গাজীর দাবি, তিনি ওই মামলায় স্থায়ী জামিনে আছেন। [caption id="attachment_248202" align="aligncenter" width="756"] রাষ্ট্র দ্রোহ মামলায় ওয়ারেন্ট থাকায় রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App