×

খেলা

মেসি-ফাতির রেকর্ডের রাতে বার্সার গোল্ উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৯:৪২ এএম

মেসি-ফাতির রেকর্ডের রাতে বার্সার গোল্ উৎসব

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৬ মৌসুমে গোল করার রেকর্ড গড়েছেন বার্সা অধিনায়ক মেসি

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচটাতে বায়ার্নের বিপক্ষে কি লজ্জাটাই না পেয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাদের যাত্রাটা থেমেছিল ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরে। তবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করেছে বার্সা। তারা নিজেদের প্রথম ম্যাচে ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। ম্যাচটিতে ২৭ মিনিটের সময় পেনাল্টি থেকে মেসি, ৪২ মিনিটের সময় আনসু ফাতি, ৫২ মিনিটের সময় ফিলিপে কুতিনহো, ৮২ মিনিটের সময় পেদ্রি ও ৮৯ মিনিটের সময় ওসমান দেম্বেলে গোল করেন। আর এই ম্যাচটিতে গোল করার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৬টি মৌসুমে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। সঙ্গে ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছেন আনসু ফাতিও। তিনি এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৮ বছর বয়সে পা দেয়ার আগে একের অধিক গোল করেছেন। এদিকে বার্সা বড় জয় পেলেও তাদের ম্যাচটিতে খেলতে হয়েছে ১০ জন নিয়ে। ম্যাচের ৬৮ মিনিটের সময় ফেরেঙ্কভারোসের তোকমাক গুয়েনকে ডি বক্সের ভেতর ফাউল করলে তাকে লাল কার্ড দেখানো হয়। এই ফাউল থেকে একটি পেনাল্টি শটও পায় হাঙ্গেরির ক্লাবটি। আর এই পেনাল্টি শট থেকে ইহর খারাতিন গোল করে ফেরেঙ্কভারোসকে একমাত্র গোলটি এনে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App