সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি আপলোড করে ভক্তদের লাইক কমেন্ট দিতে ব্যস্ত রাখছেন জয়া আহসান। ভিন্ন ভিন্ন লুকে ছবি আপলোড করছেন প্রতিনিয়ত। করোনার কারণে ঘরে বসেই সময় কাটাতে হয়েছে বেশ কিছুদিন। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম তো আর থেমে নেই।
প্রিয় ডগিকে নিয়ে ছবি ও লেখা প্রকাশ করে পশুপ্রেমের খবর জানিয়েছেন আগেই। এবার একটি ডানা গুটানো টিয়ে পাখিকে নিজের ডানায় বসিয়ে ছবি আপলোড করলেন জয়া। টিয়ার টকটকে লাঠ ঠোঁটের সঙ্গে লিপস্টিক মিল রেখে রাঙিয়েছেন নিজের ঠোঁটকেও। সঙ্গে নিজের এক্সপ্রেশন তো আছেই। ভালোবেসে টিয়ার দিকে এগিয়ে দিয়েছেন নিজের ঠোঁট।
বুধবার সকাল দশটার পর পরই ৫টি ছবি একসঙ্গে আপলোড করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। ঘণ্টা তিনেকের মধ্যেই ছবির লাইকের সংখ্যা ছাড়িয়ে যায় লাখ খানেক। ৪ হাজারেরও বেশি ফলোয়ার কমেন্ট করেন জয়ার ছবিতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।