×

সারাদেশ

১১ দফা দাবিতে নৌযান ধর্মঘট চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:০৩ এএম

বেতন-ভাতাসহ ১১ দফা দাবিতে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। সোমবার (১৯ অক্টোবর) বিকাল থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত দফায়-দফায় মালিক-শ্রমিকদের সাথে বিআইডব্লিউটিএ'র বৈঠকেও কোনো সিদ্ধান্ত না আসায়, পূর্ব ঘোষণা অনুযায়ী মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম জানান, এর আগেও দাবি মানার আশ্বাসে ধর্মঘট থেকে সরে আসেন তারা। তবে, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।

তাদের উল্লেখযোগ্য দাবি হলো, নৌযান ও নৌপথে চাঁদাবাজি বন্ধ, ২০১৬ সালের গেজেট অনুযায়ী শ্রমিকদের বেতন প্রদান, কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ এবং শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান। অবশ্য যাত্রীবাহী নৌযান শ্রমিকরা এই ধর্মঘটের আওতায় নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App