×

সারাদেশ

মান্দায় উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৮:৪৭ পিএম

মান্দায় উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর জয়

বিজয়ী আলহাজ্ব মোল্লা এমদাদুল হক

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৬৫ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মকলেছুর রহমান মকে পেয়েছেন ১৪ হাজার ৯১ ভোট। উপজেলার ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফলে ৫১ হাজার ২০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি। সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার ১৪ টি ইউনিয়নের ১০৮টি ভোটকেন্দ্রে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার আর কোখাও বড় ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটারের উপস্থিতি ছিল তুলনামুলক কম। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৬৯৮ জন ও নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ১৭৮ জন। প্রসঙ্গত, নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন মৃত্যুর পর এ পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App