×

জাতীয়

বিদেশগামীদের করোনা সনদ দিবে ১০ হাসপাতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৪:২৮ পিএম

বিদেশগামীদের করোনা সনদ দিবে ১০ হাসপাতাল

বিদেশগামী যাত্রী/ ফাইল ছবি

বিদেশে যেতে ইচ্ছুক যাত্রীদের কোভিড-১৯ সনদ দিতে দেশের দশটি বেসরকারি প্রতিষ্ঠানকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১৮ অক্টোবর মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এই ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের আরটি পিসিআর ল্যাবকে মনোনয়ন দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে; আন্তর্জাতিক উদারাময় কেন্দ্র (আইসিডিডিআরবি), সোবাহানবাগের ডিএমএফআর মলিকিউলার ল্যাব এন্ড ডায়গনস্টিকস, ল্যাব এইড লি: ধানমন্ডি, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, আইদেশী, পপুলার ডায়গনস্টিক সেন্টার, স্কয়ার হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল, প্রাভা ডায়াগনস্টিক, ইউনাইটেড হাসপাতাল। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়, একই সাথে বিদেশ গমনে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ মুক্ত সনদ দিতে আইইডিসিআর এর পাশাপাশি সরকারি কর্মচারি হাসপাতালকেও নির্ধারণ করা হয়েছে। এই সনদগুলো এখন থেকে দেশের সকল বিমান বন্দর, স্থল বন্দর, ও নৌ বন্দরে প্রদর্শনপূর্বক বিদেশ গমনে ইচ্ছুক যাত্রীরা বিদেশ যেতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App