×

সারাদেশ

পার্বতীপুরে মাছের সাথে শত্রুতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৭:০৪ পিএম

পার্বতীপুরে মাছের সাথে শত্রুতা

পুকুরে বিষাক্ত গ্যাস টেবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ মন মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

পার্বতীপুরে পুকুরে বিষাক্ত গ্যাস টেবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ মন মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মাছ বিনষ্ট হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কোন এক সময় উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মমতাজ আলী মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘনশ্যামপুর গ্রামের রুবেল বাবু ও ঝিনাইকুড়ি গ্রামের শাহীন মন্ডল ৮ মাস পূর্বে নয়াপাড়ায় দেড় একর পরিমাণ একটি পুকুর লিজ দিয়ে মাছ চাষ করে। সোমবার গভীর রাতে অজ্ঞাত দূর্বৃত্ত্¦রা বিষাক্ত গ্যাস টেবলেট প্রয়োগ করে। এতে করে পুকুরের রুই, কাতলা, মৃগেল, ব্রিগেড, সিলভার কাপ, তেলাপিয়াসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ছোটবড় মাছ, ব্যাঙ ও পোকামাকড় মারা যায়। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী রুবেল ও শাহীন জানান- গতকাল সকালে পুকুর পাড়ে গিয়ে তারা দেখতে পান গোটা পুকুরের পানিতে মাছ মরে ভেসে আছে। দূর্বৃত্ত্বরা গ্যাস টেবলেট প্রয়োগ করে পুকুরের ছোট বড় মিলে প্রায় ৩০ মন মাছ নিধন করেছে। এতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান- এ ব্যাপারে মৌখিক অভিযোগ পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App