×

সারাদেশ

নৌকা প্রার্থী বিজয়ী, জামানত হারালেন বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৮:৫১ পিএম

নৌকা প্রার্থী বিজয়ী, জামানত হারালেন বিএনপি

মেজর(অবঃ) মোহাম্মদ আলী

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেজর(অবঃ) মোহাম্মদ আলী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন একলাখ ৫২ হাজার ২৩০ ভোট। অন্যদিকে, বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া পেয়েছেন চার হাজার দুইশত ৩০ ভোট পেয়ে জামানত হারান তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। ১০২টি ভোট কেন্দ্রের বেশির ভাগ বুথেই বিএনপি পোলিং এজেন্ট দেয়নি। সাংগঠনিকভাবে দুর্বল বলেই বিএনপি এজেন্ট দিতে পারেনি দিতে পারেনি। নির্বাচনের মাঠে অধিকাংশ কেন্দ্রেই বিএনপি নেতাকর্মীদের দেখা মেলেনি। এমনকি খুঁজেও পাওয়া যায়নি। অন্যদিকে, সকাল থেকেই ভোট কেন্দ্রের বাইরে সরব ও তৎপর ছিলো আওয়ামী লীগ কর্মীরা। এদিকে ভোটের উৎসবকে নষ্ট হওয়ার জন্য বিএনপির হাইকমান্ডকে দায়ী করেছেন স্থানীয় জনগণ। প্রার্থী বাছাইয়ে দলটির সিদ্ধান্ত ভুল বলে দলটির একাধিক নেতাকর্মী বলেন, সাইফুল ইসলাম ভূইয়াকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই ভালো করে চিনেন না, সাধারণ ভোটাররা চিনবে কেমনে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুন নাহার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান জানান ১০২টি কেন্দ্রের ১০০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল আমরা ঘোষনা করেছি। এতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। স্থগিত হওয়া কেন্দ্রের ভোটের চেয়ে ঘোষিত ভোটের ব্যবধান অনেক বেশি তাই পুণঃনির্বাচন হওয়ার কোন আবশ্যিকতা নাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App