×

খেলা

নেপালের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৯:৫৯ পিএম

নেপালের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

নেপালের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন মোট ৩৬ জন ফুটবলার। আগামী ১৩ নভেম্বর প্রথম ও ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে হিমালয়ের দেশটির বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি ম্যাচই হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

গত জুলাই মাসে বিশ্বকাপ বাঁছাইকে সামনে রেখে ৩৬ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। সেই একই দলটিকেই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ডাকা হয়েছে। কোভিড পরিস্থিতিতেও নেপাল ফুটবল দলকে আতিথ্য দিতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্বাস্থ্যবিধি মেনে সব আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কোভিড পরিস্থিতিতে এখনো অচলাবস্থা চলছে দেশের ক্রীড়াঙ্গনে। মাঠে খেলা ফেরানোর তোড়জোড় করছে বিভিন্ন ফেডারেশন এবং বোর্ড। কিন্তু স্বল্প পরিসরে এক ক্রিকেট ছাড়া মাঠে নেই কেউ। এ অবস্থায় নির্বাচনের পর ফুটবলকে মাঠে ফেরাতে কোমর বেঁধে নেমেছেন বাফুফে কর্তারা। যার ধারাবাহিকতায় আগামী মাসেই দেশে আসছে নেপাল ফুটবল দল।

কিন্তু দেশের করোনা পরিস্থিতিতে একটা বিদেশি দলকে আতিথ্য দিতে কতটা প্রস্তুত আমরা? এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নেপালকে স্বাগত জানাচ্ছি। আমরা সব স্বাস্থ্যবিধি মেনেই তাদের আতিথেয়তা দেব। একটা জায়গায় রেখে তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে। আমরা শ্রীলঙ্কার মতো এতটা কঠোর হব না, তবে নিয়মকানুন সব মানতে হবে।’

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ স্থগিত হওয়ায় ঢাকায় আসেননি জাতীয় দলের কোচ জেমি ডে। এখন নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তারিখ চূড়ান্ত হওয়ায় ২৮ অক্টোবর বাংলাদেশে আসবেন ব্রিটিশ এ কোচ। তার পাঁচ দিন আগেই ক্যাম্প শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার ফুটবলারদের রিপোর্টিং। তবে এবার ঢাকার বাইরে ক্যাম্প নয়, হোটেলেই ফুটবলাররা থাকবেন বলে জানিয়েছেন কাজী নাবিল আহমেদ, ‘আমাদের সূচিও চূড়ান্ত হয়েছে। আগের বারের মতো এবার ঢাকার বাইরে অনুশীলন ক্যাম্প নয়। ঢাকায় একটি হোটেলে থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করবেন খেলোয়াড়রা।’ করোনা পরীক্ষাও এবার একসঙ্গে ঢাকায় হবে বলে জানান তিনি।

৩৬ ফুটবলারের তালিকাÑ গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেইন। ডিফেন্ডার : তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মঞ্জুরুল ইসলাম মানিক।

মিডফিল্ডার : আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুম মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান রাফি, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেইন, নাজমুল ইসলাম রাসেল। ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দীন, নবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আব্দুল্লাহ, এম এস বাবলু, সুমন রেজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App