×

সারাদেশ

যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৮:২২ পিএম

যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসন

বাউফলের দাশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসনেকে যুবলীগ কর্মী  হত্যা মামলায় জামিন না দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৯অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৪ মে বাউফল পৌর শহরে বাউফল থানা সংলগ্ন জেলা পরিষদ ডাক বাংলোর সামনে একটি তোরণ নির্মাণ করাকে কেন্দ্র করে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের সর্মথকদের ধারালো অস্ত্রের কোপে  সাবকে চীফ হুইপ ও স্থানীয় এমপি আ.স.ম ফরিোজ সমর্থিত যৃবলীগ কর্মী তাপস নিহত হয়। এ ঘটনায় তাপসের বড় ভাই পংকজ কুমার দাস বাদী হয়ে বাউফলের পৌর মেয়র জিয়াউল হক জুয়লেকে প্রধান আসামি করে বাউফল থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি দাশপাড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিনের সময় শেষে আজ সোমবার (১৯ অক্টোবর) জাহাঙ্গীর হোসেন পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক  রোকসানা পারভীন জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদশে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App