×

খেলা

ভোরের কাগজের জয়যাত্রা অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৯:৩১ পিএম

ভোরের কাগজের জয়যাত্রা অব্যাহত

ভোরের কাগজ ফুটবল টিম

ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে জয়যাত্রা অব্যাহত রেখেছে ভোরের কাগজ। সোমবার পল্টন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একুশে টিভিকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভোরের কাগজ।

আগের ম্যাচে খোলা কাগজকে হারিয়ে আত্মবিশ্বাসে বলীয়ান ভোরের কাগজের খেলোয়াড়রা প্রথমার্ধের ৫ মিনিটেই পরিকল্পিত আক্রমণ থেকে বল পেয়ে সুযোগ সন্ধানী আলী ইব্রাহিম জোরালো শটে একুশে টেলিভিশনের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ১-০ গোলে এগিয়ে যায় ভোরের কাগজ। খেলার শুরু থেকেই আত্মবিশ্বাসী ভোরের কাগজের খেলোয়াড়রা প্রতিপক্ষ একুশে টেলিভিশনকে চেপে ধরে।

একের পর এক আক্রমণের ফলে একুশে টেলিভিশনের খেলোয়াড়রা দিশেহারা হয়ে পড়ে। তারা পাল্টা আক্রমণের চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি। ভোরের কাগজের গোলরক্ষক তানভীর গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান। রক্ষণভাগে আজিজুর রহমান জিদনী ও মিজানুর রহমানের দৃঢ়তায় ভোরের কাগজের রক্ষণভাগ টপকে যাওয়ার সুযোগ পায়নি একুশে টেলিভিশনের খোলোয়াড়রা। আক্রমণভাগে ভোরের কাগজের আলী ইব্রাহিম ও বাতেন বিপ্লব বারবার একুশে টেলিভিশনের রক্ষণভাগ তছনছ করে ফেলেন। মাঝ মাঠ থেকে তাদের বল জোগান দেন দেব দুলাল মিত্র।

এর আগের ম্যাচের খেলোয়াড় রোমানা জামান এদিন মাঠে না নামলেও মাঠের বাইরে থেকেই সতীর্থদের পুরো মাত্রায় উৎসাহ জুগিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন আলী ইব্রাহীম। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ভোরের কাগজ বার্তা ২৪-এর মোকাবিলা করবে। গতকাল দিনের অন্য ম্যাচে জিটিভি ১-০ গোলে আমাদের সময়কে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জিটিভির এম এম সেকান্দার। দ্বিতীয় ম্যাচে মানবজমিন ৩-০ গোলে আজকালের খবরকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন মানবজমিনের কাজী সোহাগ।

তৃতীয় ম্যাচে জাগোনিউজ ৬-০ নয়াদিগন্তকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জাগোনিউজের মনিরুজ্জামান উজ্জ্বল। পরের ম্যাচে ৭১ টিভি ৩-০ গোলে জনকণ্ঠকে পরাজিত করে। ম্যাচসেরা হয়েছেন ৭১ টিভির জেমসন মাহবুব। পঞ্চম ম্যাচে ডেইলি সান টাইব্রেকারে ৩-২ গোলে যুগান্তরের বিরুদ্ধে জয়লাভ করে। ম্যাচ সেরা হয়েছেন ডেইলি সানের সোহেল হোসেন পাটওয়ারী। সোমবার বিভিন্ন খেলায় অতিথি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আমের খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App