×

আন্তর্জাতিক

সম্ভবত আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে: ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০২:৪৩ পিএম

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে দেশ ছাড়া লাগতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে গিয়ে রিপাবলিকান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় এই শঙ্কার কথা জানান ট্রাম্প।

এ সময় ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে নিয়ে বার বার হাসি ঠাট্টা করেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই ভাইস প্রেসিডেন্টের কাছে হেরে গেলে তা খুবই বিব্রতকর হবে মন্তব্য বরে তিনি বলেন, আমি হেরে গেলে কী ঘটবে, আপনারা কল্পনা করতে পারেন? হেরে গেলে আমার ভালো লাগবে না। সম্ভবত আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি জানি না।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস বলছে, মতামত জরিপের পাশাপাশি নির্বাচনী প্রচারণাতেও জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে জো বাইডেন নির্বাচনী তহবিল রেকর্ড ৩৮৩ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করলেও ট্রাম্পের তহবিলে জমা পড়েছে ২৪৭ মিলিয়ন ডলার। তবে ট্রাম্প বলেছেন, তিনি আর কোনও তহবিল সংগ্রহের পরিকল্পনা আপাতত করছেন না।

তিনি বলেন, আমি আরও অর্থ উত্তোলন করতে পারতাম। আমি বিশ্বের সর্ববৃহৎ তহবিল সংগ্রহকারী হতে পারতাম। কিন্তু আমি এটা করতে চাই না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App