×

জাতীয়

পাঁচ মাসে সবচেয়ে কম মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৩:৪৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৬০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৬৬টি নমুনা। এপর্যন্ত  মোট পরীক্ষা করা হয়েছে ২১ লাখ ৬১ হাজার ৫৬৯ জন। ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন এদের মধ্যে পুরুষ ১২ ও নারী ২ জন।  এছাড়াও ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন। উল্লেখ্য, গত পাঁচ মাসের মধ্যে দৈনিক হিসাবে এটিই সর্বনিম্ন মৃত্যু। গত ২৮ মে দেশে ১৫ জন এবং ১৭ মে ১৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App