×

খেলা

তৃতীয় রাউন্ডে ভোরের কাগজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৬:০৭ পিএম

তৃতীয় রাউন্ডে ভোরের কাগজ

খোলা কাগজকে হারিয়ে ভোরের কাগজের খেলোয়াড়দের উল্লাস

তৃতীয় রাউন্ডে ভোরের কাগজ

ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করছেন ভোরের কাগজের আলী ইব্রাহীম

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভোরের কাগজের কলম সৈনিকরা খেলাধুলায় নিজেদের আধিপত্য বিস্তার করে চলছে। মিডিয়া জগতের যে কোনো টুর্নামেন্টে ভোরের কাগজ প্রতি বছরই তাদের প্রতিপক্ষকে অনায়সে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রাখে।

রবিবার ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে খোলা কাগজকে ১-০ গোলে হারিয়েছে ভোরের কাগজ। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ভোরের কাগজ মূলত তাদের ‘বি’ টিম মাঠে নামায়। নিয়মিত খেলোয়াড় খোন্দকার কাওছার হোসেন, শামসুজ্জামান শামস, দেব দুলাল মিত্র, এন রায় রাজা,রাশেদ আলীসহ বেশ কয়েকজন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।

নিয়মিত খেলোয়াড়দের ছাড়া মাঠে নেমে শুরু থেকে খোলা কাগজের রক্ষণব্যুহ ভেঙ্গে দিলেও গোলের দেখা পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে রয়েছে ভোরের কাগজকে। বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করার পর আলী ইব্রাহীম ভোরের কাগজের পক্ষে জয় সূচক গোলটি করেন। খোলা কাগজের রক্ষণভাগের খেলোয়াড়দের ব্যস্ত রাখায় এবং নান্দনিক গোল করায় ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন আলী ইব্রাহীম।

[caption id="attachment_247617" align="alignnone" width="1182"] ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করছেন ভোরের কাগজের আলী ইব্রাহীম[/caption]

তৃতীয় রাউন্ডের ম্যাচে সোমবার ভোরের কাগজ একুশে টিভির মোকাবেলা করবে। ম্যাচটি সকাল ১১টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

রবিবার দিনের অপর ম্যাচে ৭১ টিভি ২-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে হারায়। জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন ৭১ টিভির জেমসন মাহবুব। বার্তা ২৪ ডটকম টাইব্রেকারে ৩-০ গোলে সময়ের আলোকে হারিয়েছে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচ সেরা হয়েছেন বার্তা ২৪ এর গোলরক্ষক সেরাজুল ইসলাম সিরাজ। পরের ম্যাচটিও টাইব্রেকারে ফলাফল নিস্পত্তি হয়। একুশে টিভি ৩-১ গোলে কালের কন্ঠকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোল শূন্য ছিল। ম্যাচ সেরা হয়েছেন একুশে টিভির আল আমিন আজাদ। প্রতিপক্ষ মাঠে না আসায় জনকন্ঠ ও আরটিভি ওয়াক ওভার লাভ করে।

গতকাল বিভিন্ন খেলায় অতিথি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় তারকা ফুটবলার গোলাম গাউস ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App