নীলফামারীর ডিমলায় সবজির বাজারে অস্থিরতা বিরাজ করছে। সরকারি বাজার দর না মেনে চড়া দামে সবজি বিক্রি হচ্ছে এখানকার খুচরা ও পাইকারি সবজির বাজারে।
উপজেলা সদরের বাবুরহাট বাজারে খুচরা ক্রেতাদের কাছে সরকারি ভাবে আলুর খুচরা বাজার দর ৩০ টাকা বেধে দেয়া হলেও প্রতিকেজি আলু বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা দরে। এছাড়া প্রতিকেজি বেগুন ৬০ টাকা, মুলা ৬০ টাকা, করলা ৬০, সিম ৮০ টাকা, কাচা মরিচ ২০০ টাকা, পিয়াজ ৮০ টাকাসহ বিভিন্ন প্রকার শাক সবজি চড়া দামে বিক্রি করা হচ্ছে।
সবজির বাজার অস্থির হওয়ায় চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
স্বরেজমিনে দেখাযায় উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে ফরিদুল ইসলাম ডিমলা সদরের বাবুরহাট বাজারে সরকারি বাজার মুল্যে আলু কিনতে আসে। কিন্তু বিক্রেতা প্রতিকেজি আলু ৪৫ টাকার কমমুল্যে বিক্রয় করতে পারবেনা বলে জানিয়ে দেয়।
ডিমলা বাজারের সবজি বিক্রেতা আব্দুর রশিদ বলেন, পার্শ্ববর্তি ডোমার উপজেলার পাইকারী বাজার হতে প্রতিকেজি আলু ৩৮ টাকা দরে কিনে আনায় সরকারি বাজার ৩০ টাকা দরে আলু বিক্রি করতে পারছিনা। পাইকারি বাজারে দাম কমলে আমরাও কমদামে বিক্রি করবো।
এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, কেউ যদি সরকার বেধে দেয়া মুল্যের চেয়ে বেশি দামে পন্য বিক্রি করে তাহলে বাজার মনিটরিং করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।