×

জাতীয়

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৫:০৩ পিএম

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

ভোট গ্রহণ/ছবি: সগ্রহীত

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এই দুটি আসনেই ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। দুই আসনেই গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। সাত মাস আগে ইসির ‘যথেষ্ট প্রস্তুতি’ থাকলেও করোনাভাইরাস মহামারীর মধ্যে সাত মাসের ব্যবধানে আরও দুটি সংসদীয় আসনে উপ নির্বাচন হচ্ছে ইভিএমে। কিন্তু ভোটার উপস্থিতি অনেক কম। ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৫টি ভোটকেন্দ্রের মোট ভোটার ১২ হাজার ৫৭০ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে ৫০৬টি। ভোট পড়ার হার ৪.০২ শতাংশ। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৫টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে একটি নারী এবং চারটি পুরুষ ভোটকেন্দ্র রয়েছে। ৩৮ নম্বর কেন্দ্রের মোট ভোটার ১৮৭৭ জন। এরমধ্যে ভোট পড়েছে ১৮টি। ভোট পড়ার হার ০. ৯৫ শতাংশ। এদিকে, শনিবার ভোট শুরুর পর থেকে ঢাকা-৫ আসনের বেশির ভাগ কেন্দ্রেই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। এমনকি বিএনপি প্রার্থীর এজেন্টকেও পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, ভোট কেন্দ্রের বাহিরে সকাল থেকেই তৎপর আওয়ামী লীগের নেতাকর্মীরা। যদিও বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদের দাবি, বেশিরভাগ কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এজন্য ৯০ থেকে ৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই। তিনি অভিযোগ করে বলেন, এলাকায় ত্রাস সৃষ্টি করে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে ভয় পায়। ঢাকা-৫: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্‌ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। এ আসনে ১৮৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। নওগাঁ-৬: এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ০৬ হাজার ৭২৫ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। এই আসনে ১০৪ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App