×

সারাদেশ

ধর্ষণবিরোধী লংমার্চে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০২:৩১ পিএম

ধর্ষণবিরোধী লংমার্চে হামলা

হামলায় আহত নারী।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ৯ দফা দাবিতে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে লংমার্চকারীদের ওপর ফেনীতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফেনী শহরের শান্তি কোম্পানি মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদরি জয় জানান, তারা যখন ফেনীতে সমাবেশ শেষে নোয়াখালীর উদ্দেশে বাসে ওঠার সময় তাদের ওপর লাঠিসোটা ও ইট নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, হামলাকারীদের প্রতিহতের চেষ্টা করেছে পুলিশ। ঘটনার পর লংমার্চকারীদের নোয়াখালী পাঠানো হয়েছে।

এর আগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে গত ১৬ অক্টোবর নোয়াখালীর পথে এই লংমার্চের উদ্দেশে যাত্রা করেন তারা। আজ বিকেলে নোয়াখালী শহরে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App