×

সারাদেশ

ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৪৯ পিএম

ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

ইলিশ প্রজননকালে মা ইলিশ শিকারের দায়ে চরফ্যাশন উপজেলায় ৩ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিন জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময়ও ৫ হাজার মিটার জালসহ ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭টি ভ্রাম্যমাণ আদালত ও ৬টি অভিযান পরিচালনা হয়। উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস নদীতে মা ইলিশ শিকারের খবরে অভিযান পরিচালনাকালে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। এ সময় আটক নুরাবাদ গ্রামের ইউনুস (৩৫), সাকিল (১৯), ফয়সাল (১৮) এই ৩ জেলেকে ১ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার মিটার জালসহ ৩টি ট্রলার জব্দ করা হয়।

জব্দ ট্রলারগুলো থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App