×

সারাদেশ

অবৈধ অনুপ্রবেশে ভারতীয় ৩ নাগরিক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৬:২০ পিএম

অবৈধ অনুপ্রবেশে ভারতীয় ৩ নাগরিক আটক

আটক ৩ ভারতীয় নাগরিক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সেলিম মিয়া (২০), জাহাঙ্গীর আলম (১৯) ও মাহআলম শেখ (২০) নামের ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই ৩ যুবককে আটক করে। তারা গত ১৬ অক্টোবর সাহেবের আলগা সীমান্ত ১০৫২ মেইন পিলার দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। আটককৃত যুবকরা এলোপাতারী ভাবে ঘুরা ফেরায় সন্দেহ হলে গোয়েন্দা শাখার (বিআইপি) ও বিজিবি’র সদস্য যৌথ অভিযানে তাদেরকে আটক করেন। আটক ৩ যুবক ভারতের হাটশিংঙ্গিমারী জেলার দক্ষিণ শারমারা থানার কানাইমারা গ্রামের নুর ইসলামের ছেলে সেলিম, আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর ও সানোয়ার হোসেনের ছেলে মাহআলম। এ বিষয়ে বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বলেন, তারা সকলেই গরু ব্যবসায়ী। ব্যবসার সুত্র ধরেই অবৈধ ভাবে বাংলদেশে অনুপ্রবেশ করেছে। জিজ্ঞাসাবাদের পর ৩ জনকেই রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App