×

জাতীয়

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির ব্যতিক্রমী উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৮:৫৭ পিএম

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির ব্যতিক্রমী উদ্যোগ

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি

শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের জন্য চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহার শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীবাল শনিবার থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহার শুরু করবে। দানাদার এই কীটনাশকটি একবার ব্যবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বরা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ের কীটতত্ত্ববিদের তত্ত্বাবধানে এবং উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ব্যাবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানো শেষে এই কীটনাশকটি শনিবার মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য প্রয়োগ শুরু করা হবে। এটি অত্যন্ত নিরাপদ কীটনাশক, যা শুধু লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ছাড়া মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এই কীটনাশক কোনও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App