×

সারাদেশ

বাউফলে ৬৩ মণ্ডপে চলছে তুলির শেষ আঁচর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৫:১৯ পিএম

বাউফলে ৬৩ মণ্ডপে চলছে তুলির শেষ আঁচর

বাউফলে প্রতিমায় চলছে রঙতুলির শেষ অচড়

আর মাত্র তিনদিন বাকি। এরপরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা। শেষ মূহূর্তে বাউফলের ৬৩ মণ্ডপে চলছে শিল্পীর শেষ আঁচর। নির্ভিঘ্নে দুর্গাপূজা উৎসব উদযাপনের জন্য উপজেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ ইতিমধ্যেই প্রস্তুতিমূলক সভা করেছেন। করোনাকালীন সময়ে অনুষ্ঠেয় দুর্গাপূজা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনেই উদযাপন করা হবে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এবছর সনাতন ধর্মাবলম্বীদের দিনপঞ্জীর হিসেব অনুযায়ী আশ্বিণ মাসের পরিবর্তে কার্তিক মাসে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। করোনার কারণে বড়দের মনে দুর্গা পূজার উৎসবে ভাটা থাকলেও শিশু কিশোরদের মনে উৎসবের ঘাটতি নেই। বাউফলে ৬৩টি মণ্ডপে এবছর দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গেল বছর বাউফলে ৬৯টি দুর্গা পূজা হয়েছিল। সরেজমিন দেখা গেছে, অনেক মন্দিরেই প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। স্বল্পসংখ্যক মন্ডপে শেষ মূহুর্তে চলছে রং-তুলির শেষ আঁচর। এবছর করোনার কারণে কোন মন্দিরে লাইটিংসহ সাজসজ্জা হবে না। এরফলে উৎসবে কিছুটা হলেও ভাটা দেখা যাচ্ছে। বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহা ও সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল অভিন্নভাবে জানান, করোনার কারণে এবছর সকল ধরণের লাইটিং ও সাজসজ্জা বন্ধ করে অনারম্বরভাবে পূজা উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সর্তকতা মেনেই পূজা মণ্ডপে যাওয়া আসা করতে হবে। মাস্ক না থাকলে কাউকে মন্ডপে ঢুকতে দেয়া হবে না। প্রতিটি মন্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রতিটি মন্ডপেই করোনার প্রভাব থেকে বাংলাদেশসহ বিশ্বকে মুক্ত করার জন্য অস্টমী পূজার দিন বিশেষ প্রার্থণা করা হবে। এবছর সরকার প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল সহায়তা দিয়েছেন। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, বাউফলে নির্ভিঘ্নে এবং যথাযথভাবে দুর্গা পূজা উৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, এবছর পুলিশ ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পূজার সময় আইন-শৃংখলা ভাল রাখার জন্য অধিকতর ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App