×

সারাদেশ

নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন কাল, পরিবেশ শান্তিপূর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০২:৪৭ পিএম

নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন কাল, পরিবেশ শান্তিপূর্ণ

নির্বাচন নিরাপত্তা নিয়ে পুলিশের ব্রিফিং

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচন আগামীকাল। শনিবার (১৭ অক্টোবর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ নির্বাচন অবাধ-সুষ্ঠু ভাবে শেষ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই প্রথম এই আসনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নওগাঁ জেলার রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। এই দুই উপজেলায় মোট ১৬ টি ইউনিয়ন। সংশ্লিষ্ঠ সূত্র মতে, রাণীনগর ও আত্রাই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে রাণীনগর উপজেলায় ১ লক্ষ ৪৯ হাজার ৫৮৭ জন এবং আত্রাই উপজেলায় ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ১৩৮ জন। এই দুই উপজেলায় মোট পুরুষ ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫২ হাজার ৯৬৭ জন।

সুত্র জানায়, এ উপ-নির্বাচনে রাণীনগর উপজেলায় ৪৯ টি ভোট কেন্দ্রে এবং আত্রাই উপজেলায় ৫৫ টি ভোট কেন্দ্রেসহ দুই উপজেলায় মোট ১০৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে দুই উপজেলায় ১০৪ জন প্রিজাইডিং অফিসার, ৭২১ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৪৪২ জন পোলিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন। এছাড়া ভোট কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনছার বাহিনী নিয়োজিত থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতিক এবং বিএনপি’র মনোনীত প্রার্থী আত্রাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতিক ও ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল আম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে যায়। পরে নির্বাচন কমিশন আসনটি শুন্য ঘোষণা করে তফশীল ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপ-নির্বাচন নিয়ে এলাকার সাধারণ, তরুণ ও নতুন ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যারা দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীন সমাজ গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন এলাকার উন্নয়ন করবেন ও এলাকায় শান্তির সুবাতাস ধরে রাখবে এবং যাকে তারা যোগ্য প্রার্থী হিসেবে মনে করবেন তাকেই তারা ভোট দিবেন বলে জানিয়েছেন।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন ও আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

পুলিশের প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)। এ সময় নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যয়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)। তিনি জানান, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App