×

খেলা

জুভেন্টাসের ৮ কোটি ৯৭ লাখ ইউরো ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০২:৫১ পিএম

জুভেন্টাসের ৮ কোটি ৯৭ লাখ ইউরো ক্ষতি

জুভেন্টাস

করোনাভাইরাসের কারণে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। সব মিলে ২০১৯-২০ অর্থবছরে তুরিনের ক্লাবটার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আট কোটি ৯৭ লাখ ইউরো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাবের শেয়ার হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেছিলো জুভেন্টাস কর্তৃপক্ষ। হিসাব-নিকাশ শেষেই এই ক্ষতির পরিমাণ বের হয়। আর বৈঠকের পর এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা। ২০২০ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে এই ক্ষতি হয়েছে বলে তারা নিশ্চিত করেছে।

করোনা সংক্রমণের শুরু থেকেই তারা ছিল বিপাকে। প্রথম ফুটবলার হিসেবে আক্রান্ত হন তাদেরই ডিফেন্ডার দানিয়েল রুগানি। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল করানোর ক্ষতি পুষিয়ে নিতে রোনালদোকে বিক্রি করতে চায় তুরিনের ওল্ড লেডিরা। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তবে তাদের কি পরিমাণ ক্ষতি হলো সেটা জানা গেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App