×

সাময়িকী

শরৎ-গাথা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৮:২৩ পিএম

শরৎ-গাথা
বছর ঘুরে শরৎ এলো শিউলি-শিরিষ মাখা। পুজোর ঢাকে পড়লো কাঠি মনটা মেঘে ঢাকা। স্মৃতির সুতোয় কাটা ঘুড়ি কোন সুদূরে শেষ পথের রেখা মুছে দিয়ে হও যে নিরুদ্দেশ। মনপাহাড়ের ওপার থেকে অবিরত ডাকো শুনতে যে পাই, হাতটা বাড়াই আড়াল করে থাকো। ধূপের মাঝেই তোমার গন্ধ শিশিরভেজা ভোর খোঁপায় গোঁজা শিউলিমালায় দুঃখ ঘনঘোর। নীল শাড়িটা পরলে দেখি হৃদয় জুড়ে আঁকা না থাকারই মাঝে তোমার আকাশ জুড়ে থাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App