×

সাময়িকী

শরতের রূপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৭:৫০ পিএম

শরতের শাদা মেঘ দেখি দেখি-কাশবনের চিরচেনা রূপ! সেই রূপের সৌন্দর্যে— দোলনচাপা দুলতে দুলতে নাচে রাধাচূড়া চূড়ায় চূড়ায় ফোটে সন্ধ্যামণি সন্ধ্যাকালে জেগে থাকে নয়নতারা নয়ন খুলে থাকে জারুল ও রঙ্গন চারপাশ রাঙিয়ে তোলে বেলিফুল মল্লিকাবনের পাশে বোন হয়ে ফোটে স্থলপদ্ম যেন পদ্ম আঁখি নিয়ে বধূর মতন তাকিয়ে রয়েছে পানকৌড়ি —কাকলি-ক‚জনে মেতে ওঠে শিউলি ঝরা সকালের সরোবরে, নীলমণি নীল আকাশে উড়বার স্পর্ধা নিয়ে দুই পাখা মেলে, আর তখনই শুভ্র হয়ে জেগে ওঠে, আমাদের জীবনের নবীনতা, আর তখনই শুভ্র হয়ে জেগে ওঠে... আমাদের জীবনের সজীবতা!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App