×

সম্পাদকীয়

রাজস্ব আয়ে গতি ফেরাতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৯:০৭ পিএম

চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় করা সম্ভব হচ্ছে না বলে ঘাটতি বেড়েই চলেছে। খবরে প্রকাশ, চলতি ২০২০-২১ অর্থবছরের ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। চলতি অর্থবছরের প্রথম ৩ মাস অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর মাসে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৬৩ হাজার ৭১৩ কোটি টাকা। এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ৪৮ হাজার ৩৪০ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৩ কোটি টাকা। অর্থবছরের শুরু থেকে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এনবিআরের তথ্য পর্যালোচনায় জানা গেছে, গত ৫ বছর এনবিআরের রাজস্ব আহরণের গড় প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশ। করোনার কারণে রাজস্ব আহরণের প্রবৃদ্ধিতে ধস নেমেছে। মহামারিকালে মানুষের আয়-উপার্জন কম। ব্যবসা-বাণিজ্য কমে গেছে। আমদানিও কম। তাহলে ট্যাক্স আসবে কোত্থেকে? দোকানপাটে বিক্রি নেই, ফলে ভ্যাট আদায়ও কম। এটাই বাস্তবতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশের অর্থনীতির আকার-আয়তন, বাণিজ্যসহ অন্যান্য তথ্য-উপাত্ত আমলে নিলে নির্দিষ্ট রাজস্ব আহরণ কঠিন কিছু নয়। পরিকল্পিত উদ্যোগ নিলে এটা সম্ভব। বার্ষিক বাজেট প্রণয়নের সময় অর্থ মন্ত্রণালয় চলতি পঞ্চবার্ষিক পরিকল্পনা, সরকারের ভিশন-২০২১ ও ২০৪১ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ সামনে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে ৮ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে অর্থ বরাদ্দ এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর নির্ধারণ করেছে এটাই স্বাভাবিক। কিন্তু গত জানুয়ারি থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ও বিস্তৃতির ফলে সব দেশেই অর্থনৈতিক প্রেক্ষাপট ও চাহিদা বদলেছে। আমাদের দেশের বেলায়ও তা প্রযোজ্য। তবে স্থবির অর্থনীতিকে সচল করা এবং ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা করার জন্য সরকার ইতোমধ্যে প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। খাতভিত্তিক এসব প্রণোদনা প্যাকেজের প্রায় সবটুকুই হলো সহজ শর্তে ঋণদান। ইতোমধ্যে ঋণদান কার্যক্রম শুরু হয়েছে। লক্ষ রাখতে হবে, দীর্ঘমেয়াদি ঋণখেলাপি উদ্যোক্তা-ব্যবসায়ীরা যাতে এ প্রণোদনা প্যাকেজের অপব্যবহার না করেন। কৃষি, পোল্ট্রি ও ডেইরি শিল্প এবং মাইক্রো, এসএমই খাতের প্রণোদনা ঋণ প্রদান যত স্বচ্ছ হবে ততই প্রান্তিক উদ্যোক্তারা সফল হবে। দেশের অর্থনীতির চাকাও সচল হবে। ২০২১ সালে আমাদের লক্ষ্য মধ্যম আয়ের দেশের সারিতে পৌঁছানো। এজন্য অপরিহার্য শর্ত জিডিপি প্রবৃদ্ধির হার ৭ থেকে ৮ শতাংশ নিশ্চিত করা। বিনিয়োগ বাড়াতে পারলেই কেবল এ লক্ষ্য অর্জন সম্ভব। রাজস্ব আয় বাড়ানো এর শর্ত। এক্ষেত্রে সর্বাগ্রে দরকার করবান্ধব পরিবেশ সৃষ্টি। সেখানে রাজস্ব প্রদানে সেবা নিশ্চিত, অনুকূল রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-কানুন সময়োপযোগী করা গুরুত্ব পাবে। পরিকল্পনাজনিত সমস্যা তো রয়েছেই, সঙ্গে রয়েছে প্রাতিষ্ঠানিক নানা জটিলতা। আছে দুর্নীতির অভিযোগও। এসব বিষয়ে সরকারকে আরো জোরালো ভূমিকা নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App