×

সারাদেশ

পুনঃময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ উত্তোলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১১:৪৯ এএম

পুলিশ ফাঁড়িতে যুবক রায়হানের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনে পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে রায়হানের মরদেহ উত্তোলন করা হয়েছে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত যুবক রায়হানের মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হানের মরদেহ কবর থেকে তোলা হয়। উত্তোলনের পর পুনঃময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আর এ মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। এরইমধ্যে বন্দর বাজার ফাঁড়ি পরিদর্শন ও রায়হানের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পিবিআইয়ের তদন্ত দল। তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি।

এদিকে, রায়হান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি চলছে সিলেটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App