×

সারাদেশ

কেশবপুরে ৯১ মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৫:০০ পিএম

কেশবপুরে ৯১ মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

চলছে দুর্গাপূজার শেষ মূূহুর্তের প্রস্তুতি।

যশোরের কেশবপুর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের প্রস্তুতি চলছে। প্রস্তুতির শেষ মূূহুর্তে মণ্ডপে মণ্ডপে চলছে ভাষ্করের তুলির আঁচড় । এ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে। কেশবপুর উপজেলায় এ বছর ৯১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে কেশবপুর পৌরসভা এলাকায় ৮টি, ত্রিমোহিনী ইউনিয়নে ১টি, সাগরদাঁড়ি ইউনিয়নে ১২টি, মজিদপুর ইউনিয়নে ৭টি, বিদ্যানন্দকাটী ইউনিয়নে ৪টি, মঙ্গলকোট ইউনিয়নে ৪টি, কেশবপুর সদর ইউনিয়নে ৭টি, পাঁজিয়া ইউনিয়নে ৯টি, সুফলাকাটি ইউনিয়নে ১০টি, গৌরিঘোনা ইউনিয়নে ১১টি, সাতবাড়িয়া ইউনিয়নে ৯টি,হাসানপুর ইউনিয়নে ৯টি মণ্ডপে দুগাপূজা অনুষ্ঠিত হবে। কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দির ও বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় মন্দিরের ভাষ্কর শিল্পী প্রহল্বাদ কুমার জানান, ৮টি প্রতীমা তৈরীর কাজ করছি। ভাস্কর পলাশ মন্ডল বলেন, পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির, চুয়াডাঙ্গাসহ মোট ৭টি মন্দিরের প্রতীমা তৈরীর কাজ করছেন। কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরের দুর্গাপূজা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সত্যজিৎ সাহা বুলু বলেন, মন্দিরের প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। পূজার সকল প্রস্তুতি চলছে। পাঁজিয়া সার্বজনিন কালী মন্দির মণ্ডপে দুর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তাপস মজুমদার বলেন, বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দিরে এ বছর ৭৪ তম দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। গত বছর আমরা ৫ দিনব্যাপী কৃতিছাত্র সংবর্ধনা, গুনিজন স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করেছিলাম। এ বছর আমরা করোনাকালীন শারদীয় উৎসবে কোন কালচারাল অনুষ্ঠান করছি না। দর্শনার্থীদের জন্য হ্যান্ড সেনিটাইজার ও মাক্সের ব্যবস্থা রাখবো মন্দিরে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার সুকুমার সাহা বলেন, এবার কেশবপুরে ৯১ টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গা উৎসব পালিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App