×

সাময়িকী

কাননে কুসুমকলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৮:২৫ পিএম

কাননে কুসুমকলি
কুসুমের দেশ কি কোথাও নেই? সেখানে কীট ও পতঙ্গ এখানে কি বিহঙ্গ নেই? কুসুম খুঁজি, কোথাও বুঝি কাঁটাছাড়া থাকে না সেও? আমার খোঁজা শেষ হবে কি? স্বদেশ ছেড়ে বিদেশ ঘুরি, কুসুম দেশটি দেয় না দেখা। নিজের চুলেই ভুল লেগেছে, ভুল শুধরে একলা একা পূর্ণচাঁদের গায়ে দেখি অমাবস্যা লেগে আছে। কুসুমগন্ধ পাব বলে আকাশকুসুম স্বপ্ন দেখি গ্রহণলাগা দিনের আলোয় জানলা কপাট খুলে রাখি। বিড়ালঘুমে দিন কেটে যায়, রাত্রি আসে নতুন নামে নিদ্রাকুসুম তেলের অভাব পরবাসে। আবার বুঝি মাঝি ডাকে বাড়ির ঘাটে। পাহাড়ে কি নৌকো থাকে? কুসুমবিহীন দেশবিদেশে বন্দরে সব জাহাজ নামে, আজও কি নাও বাঁধা থাকে খেয়াঘাটে। কেউ বোঝে না, কুসুমকলি খুঁজেফেরা শেষ হবে না কোনোকালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App