×

সারাদেশ

শূন্যতা ভেঙে অপরূপ সাজে সেজেছে সাজেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৬:১০ পিএম

শূন্যতা ভেঙে অপরূপ সাজে সেজেছে সাজেক

সাজেকের অপরূপ সৌন্দর্য

শূন্যতা ভেঙে অপরূপ সাজে সেজেছে সাজেক

সাজেকের মেঘ পাহাড়ের হাতছানি

শূন্যতা ভেঙে অপরূপ সাজে সেজেছে সাজেক

সাজেকে মেঘ সবুজের খেলা

শূন্যতা ভেঙে অপরূপ সাজে সেজেছে সাজেক

মেঘের রাজ্য সাজেক

শূন্যতা ভেঙে অপরূপ সাজে সেজেছে সাজেক

সাজেকের আবাসিক রিসোর্ট

চারদিকে ছোট-বড় সবুজ পাহাড়। একটি থেকে আরেকটি পাহাড়ের মাঝে সাদা তুলোর মতো আটকে আছে মেঘ। এ যেন সবুজ সমুদ্রের ঢেউ। এমনই অপরূপ সৌন্দর্যে সেজেছে পার্বত্য চট্রগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক। পাহাড়ের সৌন্দর্য প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে ভ্রমন পিপাসূদের। এখানে ক্ষণে ক্ষণে প্রকৃতি তার রূপ বদলায়। কখনও শীত, মুহূর্তেই হয়তোবা বর্ষা। চোখের পলকেই হয়তো বা আপনার চারপাশ ঢেকে যাবে সাদাকালো মেঘে। এ যেন মেঘের উপত্যকা। নিজেকে মনে হবে মেঘের রাজ্যের বাসিন্দা। সবুজের মাঝে সাদা মেঘের খেলার মনোমুগ্ধকর দৃশ্য মন কেড়ে নেয় পর্যটকদের। [caption id="attachment_246966" align="aligncenter" width="700"] সাজেকের আবাসিক রিসোর্ট[/caption] দেশে করোনা ভাইরাসকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে সরকার লকডাউন ঘোষণা করার ফলে পর্যটক শুণ্য হয়ে পরে দেশের সকল পর্যটন কেন্দ্র। এরই মধ্যে সবুজের সমারহে নিজেকে উজাড় করে সেজেছে সাজেক। [caption id="attachment_246964" align="aligncenter" width="700"] মেঘের রাজ্য সাজেক[/caption] প্রকৃতির নির্মল স্নিগ্ধ হাওয়া আর ক্ষনে ক্ষনে রূপ পরিবর্তনের পালাবদল সাজেক কে পর্যটকদের কাছে করেছে আরও আকর্ষণীয়। সকালের সূর্যোদয় বা রাতে দুর পাহাড়ের গায়ে ভারতের আয়জল শহরের জ্বলেথাকা আলোকসজ্জা পর্যটকদের হৃদয়ে এনেদেয় স্বর্গীয় অনুভূতি। এক কথায় অনেকটাই প্রশান্ত করে পর্যটকদের হৃদয়। [caption id="attachment_246957" align="aligncenter" width="700"] সাজেকের মেঘ পাহাড়ের হাতছানি[/caption] রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় ভারত সীমান্তবর্তী ইউনিয়নে অবস্থিত সাজেক পর্যটন কেন্দ্র। সাজেক আসতে দেশের যে কোন প্রান্ত থেকে প্রথমে খাগড়াছড়ি/ দীঘিনালা/ বাঘাইহাট আসতে হবে। পরে সেখান থেকে স্থানীয় জীপ গাড়ি, মাহেন্দ্র, সিএনজি, মোটসাইকেলসহ যেকোন প্রাইভেট গাড়ি করে আপনাকে যেতে হবে সাজেকে। [caption id="attachment_246962" align="aligncenter" width="700"] সাজেকে মেঘ সবুজের খেলা[/caption] এছাড়া ভ্রমন পিপাসুদের মধে যারা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পর্যটন এলাকা এক সাথে ঘুরতে ইচ্ছুক এখানে রয়েছে সেই ব্যবস্থাও। বাঘাইছড়ি উপজেলা অথবা বাঘাইহাট এলাকা থেকে নদী পথে সরাসরি স্প্রিড বোড করে রাংগামাটির সুভলং ঝর্ণা,টুকটুক পাহাড়,ডিসি হিল ও ঝুলন্ত ব্রিজ রাংগামাটির পর্যটন এলাকা ভ্রমনের ব্যবস্থা রয়েছে। স্প্রিড বোডে রাংগামাটি যেতে সময় লাগে দুই বা আড়াই ঘন্টা। এরপর রাংগামাটি থেকে সরাসরি বড়ইছড়ি হয়ে বান্দরবান পর্যটন এলাকা ঘুরে বেড়ানোরও রয়েছে সুযোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App