×

সারাদেশ

কেশবপুরে মাছের সাথে শত্রুতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৯:৫৩ পিএম

কেশবপুরে মাছের সাথে শত্রুতা

মুজিবর রহমানের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছের ক্ষতি

যশোরের কেশবপুরে একটি মৎস্য ঘেরে শত্রু তা মুলক বিষ প্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছের ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মৎস চাষী মুজিবর রহমান (চাঁন) বিলগরালিয়ায় অবস্থিত মনোয়ার চেয়ারম্যানের ঘেরটি ৫ বছরের জন্য লীজ নিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতের কে বা কারা তার ঘেরে বিষ প্রযোগ করে। এতে তার ঘেরের প্রায় ৩শ মনের মত বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। মৎস চাষী মুজিবর রহমান চাঁন বলেন, ঐ বিলে ঘের নেওয়ার পর থেকে একটি পক্ষ আর্থিকভাবে তাকে ক্ষতি করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। অন্ধকার রাতে ঘেরে বিষ প্রয়োগের পিছনে ঐ পক্ষের হাত রয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি আরো বলেন, স্থানীয়ভাবে মিমাংসার প্রস্তাব আসার কারণে এখন থানায় অভিযোগ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App