×

জাতীয়

আইসিএসডির ভাইস প্রেসিডেন্ট হলেন ড.মোস্তাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১০:৩২ পিএম

আইসিএসডির ভাইস প্রেসিডেন্ট হলেন ড.মোস্তাফিজ

ড. মোস্তাফিজুর রহমান

সামাজিক উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (আইসিএসডি) ২০২০-এর নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ড. মোস্তাফিজুর রহমান (মিঠুন মোস্তাফিজ)। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় পৌনে দুইটায় (অস্ট্রেলিয়ার স্থানীয় সময় পৌনে ৭টা) সংস্থাটির আন্তর্জাতিক নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে পাবলিক রিলেশন ও কমিউনিকেশন’স এ যুক্তরাষ্ট্রের ড. কারেনলি বার্কডুলকে ৩২ ভোটে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ড. মোস্তাফিজ। আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক এ সংস্থাটির কোন নির্বাচনে প্রথম কোন বাংলাদেশি তৃতীয় সর্বাধিক ৬৮ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে কেউ এ সংস্থার নির্বাহী পরিষদের নির্বাচনে অংশ নেননি। নব নির্বাচিত বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রথমবারের মতো এমন একটি সংগঠনের নেতৃত্বে আসতে পারা বাংলাদেশের জন্য বড় সম্মানের। এ সংগঠনটিকে এগিয়ে নিতে এমন কিছু কর্মসূচী গ্রহন করা হবে যা দেশের ভাবমূর্তি বর্হিবিশ্বে উজ্জ্বল করবে। আইসিএসডি সংস্থা সূত্রে, গত পহেলা অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন আটটি শূন্য পদে অনুষ্ঠিত হয় সংস্থাটির এবারের নির্বাচন। এরমধ্যে প্রেসিডেন্ট এবং ভাইস- প্রেসিডেন্ট পদে মোট আটজন এবং মেম্বার এ্যাট লার্জ পদে দশ জন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অষ্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি ড. মনোহর পাওয়ার। তিনি পেয়েছেন ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যাপক ড. ভিজয়ন পিল্লাই পেয়েছেন ৩০ ভোট। পরিকল্পনা ও সংগঠন মূল্যায়নের জন্য ভাইস প্রেসিডেন্ট পদে ড. কোমলাসিং রামবারি এবং বিশেষ প্রকল্পের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে ড. ওয়াল্টার ম্যাকাবি দুজনই ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মেম্বার এ্যাট লার্জ হিসেবে ড. সরাথ গামলাথ, ড. লক্ষ্মণা জি, ড. ব্রিজ মোহন ও ড. ইলেনি পাপুলি নির্বাচিত হয়েছেন। সংস্থাটির চূড়ান্ত ভোটার তালিকার ১২১ জনের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন ১০৫ জন। যেখানে ৮৭ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা অনলাইনে ইজিকুয়েস্ট সফটওয়্যারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রোর সান্ডবাই বলেন, দশদিন ধরে চলা আইসিএসডি’র নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত খুশি। আমরা প্রত্যাশা করি আইসিএসডি’র সমৃদ্ধির জন্য নতুন নেতৃত্ব এ সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবে। নব নির্বাচিত প্রেসিডেন্ট ড. মনোহর পাওয়ার বলেন, আমাদের প্রতিশ্রুতিগুলো রক্ষার মাধ্যমে এ সংগঠনটিকে কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাবো। সদস্যদের কাছে যাওয়ার প্রতিশ্রুতিও আমরা গ্রহন করব। এটি একটি ভলেন্টারিক বৈশ্বিক সংস্থা। সদস্যদের কাছে সংস্থাটি অর্থপূর্ণ হয়ে উঠাতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ড. মোস্তাফিজ বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এবং উক্ত বিভাগের সভাপতি। এছাড়া তিনি নোবেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ইউএস’এর ভিজিটিং প্রফেসর এবং পিএইচডি গবেষণা তত্ত্বাবধায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App