×

ক্রিকেট

অবশেষে সরে দাঁড়ালেন মিসবাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৭:১৪ পিএম

অবশেষে সরে দাঁড়ালেন মিসবাহ

মিসবাহ উল হক

অনেক গুঞ্জনের পর অবশেষে নিজেই প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ মিসবাহ উল হক। কোচ হওয়ার পাশাপাশি প্রধান নির্বাচকের ভূমিকাতে ছিলেন এতদিন। নানা গুঞ্জনের কারণে মনে করা হচ্ছিল পিসিবি হয়তো তাকে সরে দাঁড়াতে বলবে।

বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা আসে সাবেক পাকিস্তান অধিনায়কের কাছ থেকে। সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন যে, দুটি ভূমিকা পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। ফলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিচার করতে পারছিলেন না, ‘আমাকে যখন পিসিবি এই দায়িত্ব দেয়, তখন বলেছিলাম আমার তাতে আপত্তি নেই। তবে আলোচনার মাঝে এই বিষয়টিও ছিল, যদি দুটি দিকে ঠিকমতো সময় দিতে না পারি। তাহলে আমি একটি ছেড়ে দেবো।’

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের রোষের মুখে পড়েছিলেন মিসবাহ। বোর্ডের অভ্যন্তরীণ নীতি-নির্ধারণী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। তার এমন আচরণ ভালোভাবে নেয়নি পিসিবি। যে জন্য তার কাছে ব্যাখ্যাও চেয়ে বসে বোর্ড। এই তিক্ততার জেরেই দায়িত্ব ছাড়লেন কিনা, এমন প্রশ্নের জবাবে মিসবাহ বলেছেন, ‘আসলে আমার সিদ্ধান্তের পেছনে এসব কোনও কারণ নেই। যদি তেমনই হতো, তাহলে প্রধান কোচ হিসেবেও আমি কাজ করতাম না। এভাবে দায়িত্ব ছেড়ে দেওয়াটা আমার নিজের সিদ্ধান্ত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App