×

আন্তর্জাতিক

প্যাঙ্গুলিন পাচার বন্ধ করেনি চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৭:২৭ পিএম

প্যাঙ্গুলিন পাচার বন্ধ করেনি চীন

ছবি-ইন্টারনেট

পৃথিবীর সবচেয়ে বেশি চোরাই পথে পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী প্যাঙ্গোলিন। বাংলাদেশে প্রাণীটি বনরুই নামেও পরিচিত। প্যাঙ্গুলিন পাচারের জন্য সবচেয়ে বেশি সমালোচিত দেশ চীন। জানা গেছে সব ধরনের সমালোচনাকে তোয়াক্কা না করেই এখনো নিজ দেশে প্যাঙ্গোলিন ব্যাবহারকে সম্মতি দিচ্ছে চীন সরকার। প্রাণীটির অবাধ ব্যবহারের কারণে আন্তর্জাতিক বাজারে অন্যান্য দিকগুলোতে দেশটির বাণিজ্যে প্রভাব পড়ছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, চীন সরকার প্যাঙ্গুলিন বাণিজ্য বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েও তা ব্যবহারের অনুমতি অব্যাহত রেখেছে। যা প্রাণীটিকে বিশ্বের সবচেয়ে অবৈধ পাচারকারী স্তন্যপায়ী প্রাণী হিসেবে পরিণত হয়েছে। পরিবেশ তদন্ত সংস্থা (ইআইএ) এর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, ইবে এবং তাওবাওয়ের মতো অনলাইন বিক্রয় প্ল্যাটফর্মগুলিও প্যাঙ্গোলিন পণ্যগুলির বিজ্ঞাপন প্রচার চালিয়ে যাচ্ছে। যখন শীর্ষস্থানীয় চীন বেইজিং টং রেন টং গ্রুপ সহ বড় বড় ওষুধ সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে সরাসরি প্যাঙ্গলিন থেকে তৈরি পণ্য সরবরাহ করে। জরিপ বলছে, এশিয়ায় প্রতি বছর আনুমানিক ২ লাখ প্যাঙ্গোলিন খাওয়া হয়। মধ্যে চীনো ঔষধি পণ্যের চাহিদাই মূল কারণ। সর্বশেষ জাতিসংঘের ওষুধ ও অপরাধ সম্পর্কিত বিভাগের রিপোর্টে বলা হয়েছে, প্যাঙ্গোলিন পাচারে ৭১ শতাংশ দায়ী চীন। ভিয়েতনাম আর একটি বড় বাজার। উল্লেখ্য, এর আগে বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে মনে করা হয়েছিল, বিশ্বব্যাপী অবৈধ পাচার হওয়া প্যাঙ্গুলিনের মাধ্যমেই চীন থেকে করোনা ছড়ানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App