×

সারাদেশ

ইলিশ রক্ষার অবরোধ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৭:০০ পিএম

ইলিশ রক্ষার অবরোধ শুরু

বরগুনা পটুয়াখালী সহ দক্ষিণ উপকূলে জেলেদের জালে আশানুরূপ ইলিশ মেলেনি

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের অবরোধ শুরু হলো। অবরোধের আগে সকল জেলে ও মৎস্য ব্যবসায়ীদের ধারণা ছিল শেষ দিকে কিছুটা হলেও ইলিশ হবে এবং খানিকটা অভাব পুষিয়ে নেবে। কিন্তু গত দু'সপ্তাহ ধরে বরগুনা পটুয়াখালী সহ দক্ষিণ উপকূলে জেলেদের জালে আশানুরূপ ইলিশ মেলেনি। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি বরগুনার পাথরঘাটা অফিস সূত্রে জানানো হয়েছে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে পাঁচ ভাগের এক ভাগ ইলিশ মিলেছে জেলেদের জালে। পাথরঘাটা পাইকারি মৎস্য বাজার বিএফডিসির চেয়ারম্যান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নুরুল আমিন জানান,২০১৯-২০ অর্থবছর ২৬ লাখ ৬৫ হাজার ৭৫৯ মেট্রিক টন ইলিশ এখানে অবতরণ করা হয়েছে এবং বিক্রি করা হয়েছে। জুলাই থেকে জুন মোট বিক্রি হয়েছে ১শ ৩৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৬শ টাকা। যার রাজস্ব আয় হয়েছে ১কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৮৯৫টাকা। অপরদিকে ২০২০-২১ চলোমান অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ লাখ ১৬হাজার ৩২ কেজি ইলিশ মাছ এই বিএফডিসি ঘাটে অবতরণ হয়েছে এবং বিক্রি হয়েছে।,যার বিক্রির দাম হয়েছে ৩৩ কোটি ২৪ লাখ ৮৮ হাজার ৪শ টাকা। যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ৪১ লাখ ৫৬ হাজার ১০৫টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) পাথরঘাটা পাইকারি মৎস্য বাজার বিএফডিসি ঘাটে ঘুরে দেখা গেছে, সকল জেলে এবং মৎস আড়তদারদের চোখে-মুখে হতাশার ছাপ লেগে আছে। অনেক আড়তদার কোটি কোটি টাকা দাদন দিয়েও আশা অনুরূপ মাছ পায়নি এই সিজনে। চরম এক অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হলো এই অবরোধ।এখন সরকার যদি এইসব জেল এবং তাদের পরিবার পরিজনের দিকে নজর না দেন; তাহলে এদের চরম সংকটে পড়বে বলে স্থানীয়রা মনে করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App