×

সাহিত্য

জলঢাকায় আলো গণগ্রন্থগারের যাত্রা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০১:১৮ পিএম

জলঢাকায় আলো গণগ্রন্থগারের যাত্রা শুরু

গণগ্রন্থাগার-উদ্বোধন,-নীলফামারী

জলঢাকায় আলো গণগ্রন্থগারের যাত্রা শুরু

আলো গ্রন্থাগার উদ্বোধন

জলঢাকায় আলো গণগ্রন্থগারের যাত্রা শুরু

‘সভ্য মানুষের জ্ঞানপিপাসার চিরন্তন আধার পাঠাগার’

নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেছেন, 'সভ্য মানুষের জ্ঞানপিপাসার চিরন্তন আধার পাঠাগার। একজন আলোকিত মানুষের আত্মা প্রসারিত, উন্মোচিত। তিনি বিশ্ব সম্পর্কে সচেতন, জ্ঞানের আলোয় উদ্ভাসিত তার আত্মা। রাষ্ট্র, সমাজ, গণতন্ত্র, ধর্ম, সংস্কৃতি, সভ্যতা সব চেতনায় সমৃদ্ধ তার হৃদয়। তিনি শাশ্বত আলার পথের যাত্রী। তার এই পথের দিক নির্দেশক পাঠাগার।'

শনিবার (১১ অক্টোবর) রাত ৮টায় নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম চৌরঙ্গী বাজারে আলো গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাঠাগার মানুষকে আলোকিত করে তোলে। পাঠাগার মানুষকে তার আত্মিক অন্বেষনের পথ নির্দেশ করে যা ক্ষুধা-তৃষ্ণা; শ্বাস-প্রশ্বাসের মতোই একান্ত জরুরি। আমাদের সমাজকে শিক্ষিত করে তুলতে হলে, শিক্ষিত রাষ্ট্র পেতে হলে আমাদের চাই আলোকিত মানুষ। আর আলোকিত মানুষ পেতে চাই পাঠাগার।

[caption id="attachment_246631" align="aligncenter" width="700"] আলো গ্রন্থাগার উদ্বোধনে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।[/caption]

নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও আলো গণগ্রন্থাগারের উদ্যোক্তা মাহমুদ আল হাসান রাফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাখাওয়াত হোসেন খোকন, ডিমলা ইসলামী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসিম হাযদার অপু, জলঢাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আল হেরা এডুকেয়ার হোমের প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান, নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন মহি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস জয় প্রমুখ।

[caption id="attachment_246633" align="aligncenter" width="960"] আলো গণগ্রন্থাগারের উদ্যোক্তা মাহমুদ আল হাসান রাফিন[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App