×

জাতীয়

বিনা ভাড়ায় ১১২ প্রবাসী যাবেন আবুধাবিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ১০:১৬ পিএম

বিনা ভাড়ায় ১১২ প্রবাসী যাবেন আবুধাবিতে

এয়ার অ্যারাবিয়া/ফাইল ছবি

ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি বিমানবন্দর থেকে ফিরে আসা ১১২ প্রবাসীকে বিনা ভাড়ায় আবুধাবি নেবে এয়ার অ্যারাবিয়া। এদের মধ্যে ৪৪ জন এয়ার অ্যারাবিয়ার ও বাকি ৬৮ জন বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রবাসীদের নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষ।

এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ আগস্ট এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবি গিয়ে ৪৪ জন প্রবাসী ফেরত আসেন। তাঁদের বিনা ভাড়ায় আবুধাবি নিয়ে যাওয়া হবে। একই সময় বিমানের একটি ফ্লাইটে গিয়ে ফেরত আসেন ৬৮ জন প্রবাসী। টিকিটে প্রযোজ্য সরকারি ট্যাক্স পরিশোধ সাপেক্ষে তাদেরও বাংলাদেশের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে বিনা ভাড়ায় নিয়ে যাওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App