×

সারাদেশ

বাউফলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৮:৫১ পিএম

বাউফলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
বাউফলে আসন্ন দুর্গা পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন ও বাউফল থানার উদ্যোগে পূজা মন্ডপের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। সভার প্রথমেই স্থানীয় এমপি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ মোবাইল কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং করোনাকালীন সময়ের জন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপনের আহবান জানান। এ বছরের পূজা উদযাপনে প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুল আলম মিয়া, বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন, দাশপাড়া রাধাগোবিন্দ মন্দিরের সাধারন সম্পাদক সূধীর নন্দী প্রমূখ। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহা, বাউফলে চলতি বছর অনুষ্ঠেয় ৬৩ টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ এবং উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর বেলা সারে ১২ টায় বাউফল থানা অডিটরিয়ামে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, মানিক লাল দাস, স্বপন কুমার দাস প্রমূখ। উভয় সভায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধিসহ সরকারের অন্যান্য নির্দেশনা মেনে পূজা উদযাপনের আহবান জানানো হয়। দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আইন-শৃংখলা ভাল রাখতে উপজেলা ও পুলিশ প্রশাসন কর্তৃক সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App