×

সারাদেশ

আশাবাদী আ.লীগ, পুনরুদ্ধারের প্রত্যাশা বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৫:৫৭ পিএম

আশাবাদী আ.লীগ, পুনরুদ্ধারের প্রত্যাশা বিএনপির

প্রচারনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল (বাঁয়ে) ও ধানের শীষের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু (ডানে)

নওগাঁ জেলার রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। এ আসনে আগামী ১৭ অক্টোবর হতে যাচ্ছে জাতীয় সংসদ উপ-নির্বাচন। এই প্রথম এ আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল গুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিদিনই নির্বাচনী এলাকার পাড়া-মহল্লায় চলছে মাইকিং ও প্রচার-প্রচারণা। আর পোষ্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এই আসনে ভোটের আমেজ ততই বাড়ছে। নওগাঁ-৬ আসনের দুটি উপজেলার ১৬ টি ইউনিয়ন মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। রাণীনগর উপজেলায় ভোট কেন্দ্র ৪৯টি ও আত্রাই উপজেলায় ভোট কেন্দ্র ৫৫টি। দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১০৪ টি। এ আসনটিতে বড় দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপির ঘাঁটি বলে পরিচিত এ আসন ২০০৮ সালে ভোট যুদ্ধে দখলে নেয় আওয়ামী লীগ। জেএমবি'র অপতৎপরতা দমনের পাশাপাশি ব্যাপক উন্নয়নের দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। আর আসনটি ফিরে পেতে নতুন আমেজে ভোটারদের কাছে যাচ্ছে বিএনপি। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এ আসনটি দখলে রাখে বিএনপি। মূলত এ আসনটি চারবার বিএনপির অধীনে থাকলেও ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগের দখলে রয়েছে। আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়ন দাবি করে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ। এক সময়ের আলোচিত বাংলা ভাইয়ের দুর্গ রক্তাত্ত জনপদ বলে পরিচিত এই রাণীনগর ও আত্রাই দুই উপজেলা। এক সময় এ দুই উপজেলা জঙ্গী এলাকা হিসেবে পরিচিত থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অনেকটায় নিয়ন্ত্রনে ছিল। তবে জাতীয় সংসদের উপ-নির্বাচনের সময় কোন ধরনের প্রাণহানী চাননা এলাকাবাসী। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন সচেতনরা। উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য ঘোষণা করে আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নৌকার প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু, এছাড়াও আম মার্কা প্রতীক নিয়ে লড়ছেন ন্যাশনাল পিপলস্ পাটির ইন্তেখাব আলম রুবেল। এ আসনে তিন প্রার্থীর চলছে লড়াই। এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এর পক্ষে দলের নেতাকর্মীরা ও বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু’র পক্ষে দলের নেতাকর্মীরা জোরেশোরে প্রচারণা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন এ আসনের দুই হেভিওয়েট প্রার্থী নিজেরাই ও তাদের লোকজন। এছাড়াও এ আসনে ন্যাশনাল পিপলস্ পাটির ইন্তেখাব আলম রুবেল আম মার্কা নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে তাকে মাঠে বেশি দেখা যাচ্ছে না হটাৎ তার প্রচারণা চলছে এলাকায়। এ আসনে প্রধান দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। নৌকা ও ধানের শীষের প্রতীকের প্রচার-প্রচারণায় মুখর এই জনপদের অলিগলি। সব জায়গাতেই বইছে নির্বাচনী আমেজ। তবে এ আসনে নৌকার অবস্থান বেশ ভাল। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়ন দাবি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও এলাকায় শান্তির সুবাতাস ধরে রাখতে আগামী ১৭ অক্টোবর এলাকাবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, সুষ্ঠু-অবাধ নির্বাচন হলে তিনি শতভাগ আশাবাদি বিজয়ী হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App