×

সারাদেশ

আখাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৮:৪৫ পিএম

আখাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আখাউড়ার উপজেলা মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। সভায় উপজেলার ১৯টি পূজা মণ্ডপের প্রতিনিধিসহ স্থানীয় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক আবুল কাশেম ভূঁইয়া। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে -আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া, থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুল আলম মাসুদ, পল্লী বিদ্যুৎ সমিতি আখাউড়া জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সায়িদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, রাধানগর রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রমুখ।সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি সাংবাদিক জুটন বনিক। সভায় বক্তারা পূজা চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও সরকারি দেয়া নির্দেশনা প্রতিপালন করার প্রতি জোর দেন। উল্লেখ্য আখাউড়া উপজেলায় এবার ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহামারি করেনার কারণে এবার পূজায় আগের মতো জৌলুশ ও আলোকসজ্জা থাকছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App