×

সারাদেশ

স্লিপ ফান্ডের কেনাকাটার অনিয়মে তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৬:০৫ পিএম

স্লিপ ফান্ডের কেনাকাটার অনিয়মে তদন্ত কমিটি

ফাইল ছবি

দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশের সূত্র ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ ফান্ডের টাকায় কেনাকাটার অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদ-দৌল্লাহ, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মোঃ রাসেল মিয়া ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মোঃ সরফরাজ। গত ২২ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজ লাইভ ও ২৩ সেপ্টেম্বর প্রিন্ট ভার্সনে ‘‘ সিংগাইরে ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে কেনাকাটার নামে লুটপাটের অভিযোগ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের সূত্র ধরে গত সেপ্টেম্বরের উপজেলার মাসিক সমন্বয় সভায় অনিয়ম তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে গত ৮ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে রবিবার (১১ অক্টোবর) তদন্ত কমিটির আহবায়ক মোঃ সিরাজ উদ-দৌল্লাহ বলেন, ৯৭টি স্কুলে গিয়ে তদন্তপূ্র্বক প্রতিবেদন জমা দিতে একটু সময় লাগবে। এ কারণে সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App