×

শিক্ষা

সাপের কামড়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৬:৫০ পিএম

সাপের কামড়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি শিক্ষার্থী মোঃ রাসেল মোল্লা

বিষধর সাপের কামড়ে মোঃ রাসেল মোল্লা (২০) নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রবিবার (১১ অক্টোবর) দুপুর একটায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রাসেল।  আনুমানিক রাত আড়াইটার দিকে তার হাতে কিছু একটা কামড় দেয়। প্রথমে সে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। সকালে ঘুম থেকে জেগে ফজরের নামাজ শেষে সাপের বিষক্রিয়ার যন্ত্রণা শুরু হয়। পরে স্থানীয় ওঝার মাধ্যমে বিষ নামানোর প্রচেষ্টা করে ব্যর্থ হলে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহতের বন্ধু সীমান্ত সরকার বলেন, সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে বাঁচাতে অনেক চেষ্টা করে। তার শরীরে ১৪ টি এন্টিফেনাম পুশ করা হয়। তারপরেও যখন কোন উন্নতি হচ্ছিল না, তখন আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার চেষ্টা করি। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের গ্রামের বাড়ি ইবি ক্যাম্পাসস্থ শেখপাড়া বাজারের নিকটস্থ শীতলীডাঙ্গা ঈদগাহের কাছে। তিনি ঐ গ্রামের আমজাদ মোল্যার ছেলে। আজ সন্ধ্যায় তার জানাযা অনুষ্ঠিত হবে এবং বাড়ির পাশেই স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে নিহতের পরিবার জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমি নিহতের বাড়িতে যেয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলেছি এবং তার বিভাগের সভাপতি মহোদয়, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App