×

আন্তর্জাতিক

প্রকাশ্যে এসেই মাস্ক খুলে ফেললেন ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৯:২৭ পিএম

প্রকাশ্যে এসেই মাস্ক খুলে ফেললেন ট্রাম্প

জনসমক্ষে এসেই মাস্ক খুলে ফেললেন ট্রাম্প

করোনায় আক্রান্ত হওয়ার পর এখন অনেকটাই সুস্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন। কিন্তু আধ ঘণ্টা বক্তৃতা দেওয়ার কথা থাকলেও মাত্র ১৮ মিনিটেই থেমে যান ট্রাম্প। এরপর মাস্ক খুলে জানান, তার দারুণ অনুভব হচ্ছে। সংক্রমণের পর এই প্রথম জনসমক্ষে আসলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ আক্রান্ত হওয়া এবং সুস্থ হওয়া নিয়ে নানান নাটকীয়তা দেখেছে বিশ্ব। করোনাভাইরাসকে শুরু থেকে ততোটা ‘গুরুত্বপূর্ণ রোগ’ না বলে দাবি করে আসছিলেন ট্রাম্প। এমতাবস্থায় গত সপ্তাহে তার ও স্ত্রী মেলানিয়ার কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তিনি মিলিটারি হাসপাতালে চিকিৎসাও নেন। করোনা সংক্রমণের নয়দিনের মাথায় গতকালই ছিল ট্রাম্পের প্রথম জনসমাবেশ। যা হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই সেখানে জড়ো হয়েছিলেন রিপাবলিক সমর্থকরা। তাদের বেশিরভাগেরই গায়ে হালকা নীল টি-শার্ট আর মাথায় ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগান লেখা টুপি ছিল। অনুষ্ঠানের আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিলো আধ ঘণ্টা বক্তৃতা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সাধারণ সময় ঘণ্টা দেড়েক সময় প্রচারণা চালাতেন ট্রাম্প। কিন্তু এদিন মাত্র ১৮ মিনিটের মাথায় থেমে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমার খুব ভাল লাগছে। আগামী নির্বাচন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা ঘর থেকে বেরোন এবং ভোট দিন। আমাদের প্রতিদ্বন্দ্বীরা অবৈজ্ঞানিকভাবে লকডাউন করে করোনার প্রভাব থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া ধ্বংস করে দেবে।‘ এদিকে শনিবার হোয়াইট হাউসের চিকিৎসক ঘোষণা করেন, প্রেসিডেন্টের সংস্পর্শ থেকে আর ‘রোগ ছড়ানোর ঝুঁকি নেই।’ তারা জানান, ট্রাম্পের শরীরে ‘ভাইরাল লোড’ কমছে। তবে, একইসাথে জানানো হয় প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত হননি। আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর নিয়ম অনুযায়ী, মৃদু অথবা মাঝারি উপসর্গের ক্ষেত্রে ১০ দিন পর আইসোলেশন থেকে বেরিয়ে আসা যাবে। যদিও ট্রাম্পের উপসর্গ কোন পর্যায়ে ছিল তা হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ‘সুস্থ’, এটা প্রমাণ করতেই শনিবার হোয়াইট হাউসের ব্যালকনি থেকে সমর্থকদের উদ্দেশে বার্তা দেন প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App