×

সারাদেশ

তজুমদ্দিনে ১৪ টি পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৫:০৫ পিএম

তজুমদ্দিনে ১৪ টি পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

প্রতিটি মণ্ডপে চলছে পুজার প্রস্তুতি। ফাইল ছবি

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী সারদীয় দূর্গাপূজা। শারদীয় এ দুর্গা উৎসবকে কেন্দ্র করে উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ। কোন কোন মন্দিরে চলছে রং তুলির কাজ। আগামী ২২ অক্টোবর দিবাগত রাত ১২ টার পর থেকে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এ উৎসব। তজুমদ্দিন উপজেলায় এবছর ১৪ টি পূজা মণ্ডপে সারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। যেসব স্থানে এবছর শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে গোলকপুর নিমচাঁদ আশ্রম, দাসের হাট পূজা মণ্ডপ, শম্ভুপুর স্বরূপ আশ্রম, ভৌবন ঠাকুর বাজার মন্দির, শিবশক্তি মন্দির, ডাওরী বাজার মন্দির, বরুনের দোকান ফুলকুড়ি বিদ্যালয় সংলগ্ন আশ্রম, শশিগঞ্জ বাজার, গোরগৌবিন্দ আশ্রম, কালি বাড়ি মন্দির, পশ্চিম পাড়া হরি মন্দির, মন্টু বিশ্বাসের বাড়ি, গুরিন্দা বাজার চৌ পল্লী শায়েস্তা কান্দি আশ্রম, গুরিন্দা বাজার চৌ পল্লী দড়ি চাঁদপুর আশ্রম। তজুমদ্দিন উপজেলা পূজা উদজাপন কমিটির সভাপতি বিমল বিশ্বাস বলেন, এবছর তজুমদ্দিন উপজেলায় ১৪টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সরকারি ভাবে প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে পুরোদমে প্রস্তুতি চলছে। মহামারি করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাভাবিকভাবে এবার পূজার অনুষ্ঠান পরিচালিত হবে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সাথে প্রতিটি মণ্ডপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর উৎসব মূখর না করে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কোথাও যাথে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App