মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর আটিপাড়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ হাবুল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হাবুল ওই গ্রামের মৃত ফজলের পুত্র। এ ঘটনায় রবিবার (১১ অক্টোবর) শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ভিকটিমের পরিবার ও এজাহার সুত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে শিশুটি প্রতিবেশি গগন মাধবরের বাড়ির ওঠানে খেলা করতেছিল। এসময় চকলেটের লোভ দেখিয়ে হাবুল ওই বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় মাদবর খোকাসহ আশেপাশের লোকজন এগিয়ে এসে হাবুলকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। ভিকটিমের পিতা অভিযোগ করে বলেন, আসামি হাবুল ইতিপূর্বেও তার মেয়েকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।