×

খেলা

হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলা হা-ডু-ডু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০২:০৪ পিএম

হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলা হা-ডু-ডু

জমে ‍উঠেছে হা-ডু-ডু খেলা

এক সময় গ্রামাঞ্চলে পাড়া পাড়ায় অনুষ্ঠিত হতো হা-ডু-ডু বা কাবাডি খেলা। জাতীয় খেলা হিসাবে পরিচিত হা-ডু-ডু খেলা ছোট থেকে বৃদ্ধ বয়সের সকলেই অংশগ্রহণ করতো।

এক পাড়া সাথে অন্য পাড়ার, গ্রাম বনাম গ্রাম, উপজেলা বনাম উপজেলা এমনকি জাতীয় পর্যায়েও হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা আয়োজন করা হতো। এ খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়তো চারদিকে। এক সময় গ্রামাঞ্চলের গ্রামীণ ঐতিহ্যের জনপ্রিয় খেলা ছিল হা-ডু-ডু। কালের বিবর্তনে আধুনিক খেলার ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হা-ডু-ডু বা কাবাডি খেলা।

এব্যাপারে এক সময়ের হা-ডু-ডু খেলোয়াড় ষাটোর্ধ্ব মোসলেম উদ্দিন বলেন, আগের দিনে আমরা মৌসুমে প্রায় দিনই এ খেলা খেলতাম। আমি ভাড়ায়ও দূর দূরান্ত গ্রামে খেলতে যেতাম। যেসব এলাকায় এ খেলার অনুষ্ঠান হতো সেইসব এলাকায় ঈদের মতো আমেজ বইতো। এখন আর আগের মতো হা-ডু-ডু খেলা দেখা যায় না। তাই তো হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাটিলেইট গ্রামের এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় বিলুপ্তি প্রায় হা-ডু-ডু খেলা।

আয়োজক মো: আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় কোনো খেলাধুলা নেই, তাই তো এ খেলার আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App