×

পুরনো খবর

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৭৩ হাজার ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৩:১৩ পিএম

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৭৩ হাজার ছাড়াল

করোনাভাইরাস

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব এখনো রয়েছে। এই ভাইরাসে সংক্রমিত এখন পর্যন্ত বিশ্বে মারা গেছে ১০ লাখ ৬৮ হাজার ২৯০ জন মানুষ। এছাড়া করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭১ লাখ ৪৯ হাজার ৪০৬ জন। চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ্য হয়েছেন দুই কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৩৯৩ জন।

বিশ্বের প্রায় ২১৪ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু বরণ করেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৭৮ লাখ ৯৪ হাজার ৪৭৮ জন এবং মারা গেছে দুই লাখ ১৮ হাজার ৬৪৮ জন। এর পরে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় হলো ভারত এবং মৃত্যুবরণের দিক থেকে দ্বিতীয় ব্রাজিল।

এদিকে করোনার উৎপত্তি স্থল চীনে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৫৩৬ জন এবং মৃত্যু চার হাজার ৬৩৪ জন।

করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫ হাজার ৪৭৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App